আগলে রাখি যতন করে তোরে
সুযোগ পেলেই যাস যদি তুই উড়ে,
তোর বিরহ সওয়া সহজ নয়
এই আমি যে সবটুকু তুইময়।
একটু যদি তাকাস মিষ্টি হেসে
সেই আশাতেই চেয়ে থাকি বসে,
যেন আমি অধীর চাতক পাখি
ভাবি, বৃষ্টি হতে আর কতোটা বাকি!
ইচ্ছে করে সোনার খাঁচায় ভরে
বুকের ভেতর লেপ্টে রাখি তোরে,
কেউ যেন তোর পায় না কভু খোঁজ
নয়ন ভরে দেখবো তোরে রোজ।
মনের ভুলেও হয় যদি রে দোষ
ভাবিস আমি-সবার মতোই মানুষ,
বুকের পাঁজর শক্ত হাড়ে গড়া
ভুল ত্রুটি সব সৃষ্ট পরম্পরা।