মনটা আমার হলেও ইচ্ছেগুলো অন্য কারো, নিদ্রাগুলো
আমার হলেও স্বপ্নগুলো অন্য কারো! অন্য কারোর প্রয়োজনেই
এই বেঁচে থাকা, এই জীবিকার যুদ্ধ, আড়ম্বরের অব্যাহতি...!
অন্যের খুশিতেই রাত্রির অন্ধকারে নিজেকে সঁপে দিয়ে
সহস্র বছর আলোক যুগের বৃথা সন্ধান;
জীবনটা আমার হলেও জৈবিক চাহিদা বরাদ্দের স্পর্ধা দেখায় ঈশ্বর স্বয়ং
স্বপ্নের নাটাই ধরে খেলা করে যেমন খুশি;
অন্য কারোর স্বার্থেই অনন্তকাল বসে থাকা প্রস্তর যুগের এই অন্ধকার গুহায়,
গহীন অরণ্য এসে বারবার বাসা বাঁধে তাই
আমার মসৃণ সিঁথি কাটা চুলে;
কষ্টগুলো আমার হলেও উচ্ছ্বলতাগুলো অন্য কারো
সুখ-স্বপ্ন বিলাসিতা সব অন্য কারো,
আমার ভাগে শুধু গোঁজামিল যৎসামান্য সান্ত্বনা, অনন্ত হাহাকার-
ভিক্ষার থলি আর তুষের চিতায় সাজানো সংসার পড়ে থাকে!
বহু যুগ ধরে আমার জন্য দীর্ঘ অপেক্ষায় বসে আছে
যন্ত্রণার খরস্রোতা নদী, ঘাটে বেঁধে লাঞ্ছনার পালতোলা নৌকা…।
সীমাহীন বেদনারা সহস্র বছর বিবস্ত্র হয়ে নাচে আমার আজন্ম কাঙ্ক্ষিত
প্রার্থনার মন্দিরে...।
২১/৮/২০১৬