ওপাড়ার ওমর আলী
দাঁতের ডাক্তার
ভুলবাল দাঁত তোলে
বিশ টাকা ফিস তার।
পোকা দাঁত খাওয়া দাঁত
ব্যাথা খুবই যার
নিমিষেই তোলে দেয়
নাম যশ খুব তার।
একদিন সক্কালে
খুব দেখি গোলমেলে
চুরি গেছে চেম্বারে
দাঁত তোলার প্লাসটারে।
হঠাৎ একদিন
ওমর আলী দিগ্বেদিক
দাঁত ব্যাথা চিৎকারে
ছুটছে চারদিক।
পরদিন প্রাতঃকালে
মুখে গুল দেয় ঢেলে
আরামেতে চোখ বুঝে
নতুন ওষুধ নাহি খুঁজে।
ভালো হয়ে যায় পাক্কা
দাঁতের গুল দিতে দিতে
ক্যানসারে ওমর আলী
পেয়ে যায় সে অক্কা।
ওমর আলীর চেম্বারে
তার ছেলে বসে পরে
এখন করে সে ডাক্তারি
নয় সে কোন সনদদারি।