তোমাদের গ্রামে চারপাশ ঘেরা নদী আছে?
সাইডুলি আর পাটেশ্বরী!
যাবো একদিন তোমার গ্রামে
আঁকাবাঁকা পাড় ধরে খুঁজিতে তোমারে।

তোমাদের বাড়ী থেকে দুই নদীর মোহনা কতোদুর?
বর্ষায় ডুবুডুবু হিজল তমাল।
শৈশবের দুরন্তপনায় যেখানে
কেটেছে বেলা।

তোমাদের গ্রামে কি নদী আছে
ওপাড়ে উত্তাল হাওর - -
তোমাদের বাড়ী থেকে কতদুর
ঢোল কলমির বাগান?

আমি যাবো তোমার গ্রামে
খুঁজিতে তোমারে
সকাল সন্ধ্যা কিংবা
কোন এক মধ্য দুপুরে।