সব কিছু পুড়ে পুড়ে খাক হয়ে যাক
সব কিছু জ্বলে জ্বলে জলে ভেসে যাক
গণতন্ত্রের চিলে কোঠায় ঝলমলে অক্ষরে লেখা যাক
প্রজাতন্ত্রের সেই প্রবচন যেই লাউ সেই কদু।

পাল্টে যাক সবুজের মাঝে লাল বৃত্তের নকশীকাঁথা
বদলে যাক সুরেলা কণ্ঠের আমার সোনার বাংলা
যুৎসই বসে থাক ক্ষমতার আঁধার প্রশাসন।

যে যার মতো হা-ডুডু খেলুক মানচিত্রের উপর
আমি সাবাশ বাহাবা বলে তালি দিয়ে যাব- - -
নতুন প্রজন্ম জপমালা হাতে দ্বিধানিত হয়ে গুণবে বসে বসে
শহীদের সংখ্যা তিরিশ নাকি তিন লক্ষ।