রাতের দ্বারে ঘুরতে ঘুরতে যদি সকালেই না হয়
ঘুমের বোঝা বইতে বইতে সময় যদি ক্লান্তই রয়
তবে কেন সুখের ঘুম নষ্ট করা অহেতুক নয়?
এরচে' বরং কিছু ঘুমের ঘোরে স্বপ্ন ছড়ানো ভালো
কিছু স্বপ্নের শরীরে অলীক ডানা লাগানো ভালো
একদিন স্বপ্নগুলো উড়তে উড়তে সত্যি হউক
আমাদের দুঃখগুলো ইচ্ছে মতো বাসি হউক।
এসো অন্ধ রাতের দ্বারে ঘুরাঘুরি বাদ দেই
দুখগুলো সরিয়ে সুখগুলো কুড়িয়ে নেই।