শরৎ ফুরিয়ে গেলে
কুয়াশা ভেদ করে চুপিসারে চাঁদ উঠে
শ্বেতকায় জোছনারা ঝুলে থাকে হেমন্তের ঠোঁটে
এই হেমন্তে কেন জানি নদীরা ভুলে যায় জলের স্রোত
আকাশের মেঘে জমতে থাকে অভিমানী দুঃখবোধ
দুর আকাশ পথে নিঃশব্দে চোখ রেখে দেখি
কাফনে মোড়ানো শ্বেত জোছনার কাতর আলো।
ভেজানো দরজা খুলতেই হুড়মুড়িয়ে ছুটে আসে মধ্য রাতের শিশির
আর আমি নিভৃতে- -
পাণ্ডুলিপির রঙে সাজাই শিশির ভেজা রাতের প্রহর।