মলিন হয়ে গেছে স্বপ্নের শরীর
ভাবলেশহীন ফিরে দেখা
ধীরে ধীরে নুয়ে পড়া বিকেলের হাসি
ঠিক কতোটা দুর,প্রেম-স্পর্শ সমর্পণের ঢেউ?
ধুলো উড়া পথের ধারে
আঁধারে দাঁড়িয়ে আছে হয়তবা কেউ।


গুধুলী পেরিয়ে সন্ধ্যা নামে বিকেলের সীমান্তে
আঁধার- - কোথাও কোন আলো নেই যেনো
শুধু ঝি ঝি পোকার বিরামহীন শব্দ
ভুলে যাই আমি,ভুলে যাই দুজনের মাঝের পথটুকু
ভুল হয়ে যায় আরও- -কতো কি!


শেষবার যখন ছিন্নভিন্ন হয়েছিল ভেতর বাহির
তোমার স্পর্শের আচমকা বিস্ফোরণে
ফের বৃষ্টিহীন আঁধারে অকারণে
ভারী করে একজোড়া জলচোখ
আরো একবার না হয় উঠুক সমর্পণের ঢেউ
আসলে তুমি- - -অন্ধকারের তারাদের হয়তোবা কেউ।