খুব অন্ধকার
ভুলভাল ভাবনা
এসবের কোন মানে নেই
সবটুকুই মিথ্যা
কথার যতো বেসাতি।  

এই থেকে মুক্তি দিতে চাই নিজেকে,আর- -
ভেতরে লুকিয়ে থাকা চাপা দীর্ঘশ্বাস
পারদের মতো উঠানামা করে সর্বক্ষণ

বাড়ুকনা ক্যালেণ্ডারের রক্তচাপ
স্বাধীনতার গল্পের শেষ পাতাটা
পড়ব বলে যখন রাত জাগি
তখন খুব অন্ধকার ঘুটঘুটে - -
সমস্ত পাতা জুড়েই।

স্বাধীনতার তেপ্পান্নতে বুঝেছি
একতালা ভাত মানে একটা জীবন
নাকি একটি জীবনের বিনিময়ে
একথালা ফেনিল ভাত?