১
তোমার আমার রাতজাগা ঘরের ছাউনিতে জোছনার গলিপথ
মুখোমুখি দুজন শুয়ে থাকা তোমার ঠোঁটে দীর্ঘ ছায়াপথ
এখনও আমার স্বপ্নখানি ভাগ নেব শুধু দু'জন আর- -
কথার পিঠে বলা কথা, কথায় কথায় পার করা সারারাত।
২
এখনও কি স্বপ্ন দ্যাখো
আগের মতো!
দিন পেরিয়ে ঘরে ফেরার
তাড়া যতো।
একলা থাকার একলা ঘর
স্বপ্ন গুলো করছে কি আর
জোছনা পথে হাঁটতে চাওয়া
অনেক দুরে আসা যাওয়া।
৩
আমরা দুজন আগের মতো ফিরতে পারি একই ঘরে !
ঠোঁটের মাঝে গান রেখে,পার করা রাত মধুর সুরে
খোলা আছে বুকের বোতাম মিছে হাতড়াও এমনি করে!
তোমার গায়ের ওড়নাখানি যত্নে আছে আমার ঘরে।