অপেক্ষা
হাট জমে ওঠেনি এখনও
দুপুর গড়িয়ে বিকেল বয়ে যায়
তবুও জমে না হাট।

সন্ধ্যায়- -
যখন ভেঙে যায় হাট
ক্লান্ত হাটুরে ফিরে যার যার ঘরে

আজ আর হাট নেই,
নেই হাটুরেও,এ-যেনো
রঙ্গবাজার সঙবাজার।

সাবধান- -
ফের যদি হাট বসে
জানি, সে হাটে হাঁড়ি ভাংবেই।