পৌষালি রাত
আর কিছু নয়
পাতা ঝরার শব্দ শোন
নিভৃতে শুধুই কান পেতে
দীর্ঘ রাতের আড়মোড়া ভেঙে।
আর কিছু নয়
নয় কিছু আয়েশি মানুষের - -
লেপ কাঁথায় মুড়ানো নাক ডাকার কর্কশ কোন শব্দ,
কিংবা কুয়াশার সাদা কাফনে মোড়ানো রাতের
শীতার্ত পাখিদের হুটহাট ডানা ঝাপটানোর শব্দ ও নয়
শুধুই পাতা ঝরার শব্দ শোন।
হায়না শ্বাপদের অতি সাবধানী পায়ের-কোন শব্দ ও নয়
নয় কোন ঝোপঝাড় থেকে ভেসে আসা কামুক কোন শব্দ,
শুধুই মন দিয়ে শোনতে থাক- - নিভৃতে,
কিছু নিরন্ন মানুষের দীর্ঘশ্বাসময় জীবনের ভেতরের কান্নার শব্দ।
এই পৌষালি রাতে।