১
তুমি বরং কাছে এসো সরল চোখে দেখি
মড়কের নামে যে পথ চলে গেছে দুর বহু দুরে
চলো এ পথ কেমন কতোটুকু জমকালো,আজ
দেখি সে পথ কতোখানি ডুবেছে তারাহীন অন্ধকারে।
২
পথের শেষে কি কথা! কি এমন কথা? আসলে - -
কথারা সব ফিরে গেছে নিভৃতে অন্তহীন স্তব্দতায়
এখন শুধুই অপেক্ষা,পাথরের বুকে ঘুম হয়ে দেখি- -
নিয়ন আলোয় কতটুকু ডুবে রয়েছে একান্তে নিস্তব্দতায়?
৩
যদি হেরে যাই হবেনা কখনও হয়তো দেখা
খুঁজে নিও তুমি অনন্তের নামে যে পথ গেছে বয়ে
যেখানে মানুষ করেছে হাজার বছর পার একা
আমি না হয় সেখানে অপেক্ষায় র'ব উন্মুখ হয়ে।