আলোচনা নয় সমালোচনা করছিPost20160826033249
আসরে শ্রদ্ধেয় কবিদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা যারা কবিতা পোস্ট করছি আমরা একেকজন মন্তব্য করতে গিয়ে মনোমুগ্ধকর বিশেষণে বিশেষিত করে থাকি,কবিতা ভাল না হলেও ভাল ভাল মন্তব্য করি,কারণ পাছে কেউ মন খারাপ করে বসে।আমি বলব, মন খারাপের কিছু নেই আমার কবিতায় যত খুশি যে কেউ মন্তব্য করতে পারেন, তা যেনো সত্য উন্মোচিত হয়।কবিতায় সমালোচনা না করলে কখনও বুঝতে পারবনা আধো সে গুলো, কবিতা না অন্যকিছু। দুয়েকজন অব্শ্য পরামর্শ সহ কষ্ট করে সংশোধনী দিচ্ছেন তবে তা মাত্র গুটি কয়েকজন। আর আমাদের সমালোচনা মাথার তাজ হিসাবে নিয়ে লেখা কবিতা গুলোকে পরিশীলন, ওপরিমার্জিত করি। এই আসরের সবাই একটা পরিবারের মত আমরা সবাই ভাল থাকি চিরকাল আল্লাহ সহায় হোন।
আলোচনাটি ৯১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৬/০৮/২০১৬, ০৩:৩২ মি: