এবার ঈদে ছেলে আমার ধরেছে
নাল পিরানের বায়না
মেয়েকে যে দিতে হবে গড়িয়ে গয়না।
ছেলে মেয়ের বায়না দেখে
বাদ যাবে কেন বউ,
টাকা আমার পকেটে নাই
বুঝলনাতো কেউ।
ধনীরা সব ব্যস্ত বড় মার্কেটেতে
গরীব দুঃখি বস্তিবাসী
হন্যি হয়ে অন্য খোজেঁ পাশের ডাস্টবিনেতে।
এই না দেখে
বুকটা আমার হু হু করে উঠে
নাল পিরান আর গয়নাগাটির
সাধ যে যায় মিটে।
উৎসর্গ, (নিরন্ন মানুষকে যারা একমুঠো ভাতের জন্য নিরন্তর কষ্ট করে,যাদের কাছে ঈদ মানে বড়লোকের উচ্ছিষ্ট খাবার আর আরশোলার গন্ধযুক্ত পুরাতন কাপড়) এখানে লাল=নাল ব্যবহার করা হয়েছে ছেলেটা ছোট, লালকে নাল বলে থাকে।