ধ্বংস হোক------
ক্ষয়িষ্ণু সমাজ ক্ষয়িষ্ণু পৃথিবী
নুয়ে পড়ুক স্তব্ধতার ভারে মানবতা
ধেয়ে আসুক,উত্তাল সুমদ্র থেকে এক মহাশশ্মান
ধ্বংস হোক----
অন্ধগলির পরকিয়ার ক্ষুধা
মুচে যাক সারা শরীরময় বির্যের ক্লেদ
বন্ধ হোক----
দীর্ঘ নখের হাতের থাবা।
নেতিয়ে পড়ুক-----
যৌনতার দিক হারানোর উদ্বেলতা
ডুবে যাক-----
তন্দ্রার ঘোরে থাকা এ পৃথিবী।
দেয়া হোক----
সম্ভ্রম হারানো মেয়েটিকে ঘাসশয্যার বদলে ফুলশয্যা।
অনুভুতি হারাক----
লোভাতুর হাত
মুছে যাক----
লাঞ্ছিত যুবতীর পিছনের দিনগুলো
ভরে উঠুক শুভ্রতায়
লাঞ্ছিত বঞ্চিত মানুষের জীবনের ধূসর পান্ডুলিপি