শীতের রাত আড়মোড়া দিতেই ঘুমটা ভেঙে গেল
বাইরে কি খুউব বেশি হিম বাতাস বইছে?
জানালার পাল্লা দুটো খানিকটা ফাঁক,
মাঝে মাঝে শ্বেত শুভ্র হিম কুয়াশা ঢুকছে।
ফের শুতে গিয়ে কুঁকড়ে যাওয়া ঠান্ডার ঝাপটা
যেন কপাল নাক অধর ছুঁয়ে নেমে যাওয়া মৃত হাত

কে! কার হাত?
হাতটি স্থির,নড়াচড়া নেই
হুড়মুড়িয়ে বসে পড়ি আবারও জিজ্ঞেস করি।
কে আপনি?কি চান?
তখনও আমার বুকের মধ্যে জমে যাওয়া হাতের পাঞ্জা
নড়ন-চড়ন কিছুই নেই।

কিছু কি অনুভব করছেন? ওমের প্রয়োজন?
জ্বি অনুভব করছি ওম নয় বরফাচ্ছাদিত ঠান্ডা!
মিনমিনিয়ে বলতে থাকল--
ওম পেলে চলে যাবো ঠিকই নিজে নিজে
আমার অস্ফুট উত্তর এটা এখন  মৃতদের নগরী
মৃত মানুষের ফের ওম!