#৯যার হয়না বোধ
৯০সে রয়ে যায় অবোধ#

#হেরে না গেলে মানুষ বুঝেনা জেতার মর্ম
বার বার হেরে গিয়ে নতুন করে বাঁচাই ধর্ম#

#মানুষ কাপড়ের দাগ সহজে সবাই লুকাতে পারে
চরিত্রের দাগ সমাজের চোখ এড়াইতে নাহি পারে#

#যে চোখের পাতায় সুখ লেখে
তা পলক পড়া মাত্রই শেষ#

#যে ঘুড়ি সুতো ছিঁড়ে উড়ে যায়
তার নিশ্চিত পতন কে ঠেকায়#

#ঈশ্বরের কাঁধে ভর করে
টলছে ভীষণ দেশ
অন্ধকারে রয়েছি তো
আমরা সবাই বেশ#