আজকাল চারপাশটা বেশ খালি খালি লাগে
ভরা গোধূলীর মতো যেনো এক একাকিত্বের বিষাদ!
কখনো এমন করে শুন্যতা ছুঁয়ে যায়নি আগে।
বর্ষা আসে মাধবীলতায় কিছু ফুল ফুটে কিছু ঝরে
তবুও কেনো জানি হাহাকার চলে চিত উঠান জুড়ে।
এখন মাঝে মাঝেই আৎকে উঠে একাকিত্ব আর- -
গাঢ় অন্ধকার জুড়ে বয়ে বেড়ায় বিষন্ন নির্জন বিষাদ।
এ কেমন সময় !
একাকিত্বের ভেতর একাকিত্ব
অন্ধকারের ভেতর অন্ধকার
রাতের ভেতর রাত লুকায়।
নির্জনতায় নির্জর কাঁদে আর্তনাদ
এ যেনো জীবনের অনন্ত বিস্বাদ।
অথচ আজকাল যেখানে খুব করে গোপনে আঁধার নামে
সেখানে কি দিন, কি রাত্রি! ভাবনায় কোনটাই নেই এমনকি জগৎ সংসার
আছি- একাকি শুধুই আমি আর- -
শুন্যতার দীর্ণ হাহাকার।