যদি ফের দেখা হয়ে যায় কোন এক দুর্দিনে
কোন কিছু চাইবোনা শোধরে নেব নিজেকে
না আলিঙ্গন না এরচে' বেশি,বুকের গহীনে- -
কষ্ট পুষে বরং চুষে নেব স্ফুরিত সিনানের জ্বালা।
জানি কারো ঠোঁটের অন্দরে চুপিসারে চুম্বন কাটে
আমি তেমনটি নই গাভিন রাতের দুঃখগুলোয়
এলোমেলো নিজেকে পোড়াবো দেশলাই কাঠির- -
জ্বলন্ত বারুদে শ্রান্ত ক্লান্ত দেহ বিষাদের নীড়ে।
যদি ফের দেখা হয়েই যায় ব্যঞ্জনাবিহীন
ঠাঁয় দাঁড়িয়ে দেখবো নিঃশব্দে অনড় বিশ্বাসে
দুর নীলিমায় জোছনার মলিন চোখ - -
আর নিরুদ্দেশ হয়ে যাওয়া কিছু অজানা সুখ।