জীবনের কড়চা খাতায় কয়েকটি ডট চিহ্নের পর
শুধু এটুকুই লেখা ছিল- - - -

জীবনের যা কিছু গচ্ছিত ছিলো প্রায় সবটুকু খুইয়েছি
অসময়ে এসে।

কিসের দ্রষ্টব্য আমার পোষা,মিনু পিসি সবই জানে।