মা যে আমার ভালবাসা
মা' চোখের মনি
মায়ের কাছে রয়েছি আমরা
সারা জীবন ঋণি।
আমরা যখন অবোধ ছিলাম
দিয়েছি কতো কষ্ট
শত কষ্ট লুকিয়ে মা
রেখেছেন আমাদের তুষ্ট।
শীতের রাতে মুতে ভিঁজে
উঠেছি যখন কেঁদে
পরম যত্মে বুকের সাথে
রেখেছেন আমাদের বেঁধে।
বড় হয়ে সন্তান যখন
থাকে অনেক সুখে
মায়ের কষ্ট দুর হয়
যতোই থাকুক দুখে।
মায়ের দোয়া রইলে পাশে
নেইকো কোন ভয়
কঠিন কাজ সহজ হবে
আসবে জীবনে জয়।