(১)
হৃদয়ের খিল্ এঁটেছো তুমিই
কিছু না হোক খোল দ্বার
যুগল চোখে দেখি--
ভালবাসার অপার শূন্যতা তোমার।
(২)
তুমি কিছু রেখে দিয়ে যাও
বুকে নিয়ে তা বাঁচি,নিলে--
কিছু তোলপাড় করে নিয়ে নাও
নিদারুণ কিছু ইতিহাস রচি
(৩)
যখন আমার নিয়েছো সবকিছু
তখন' আমি বিহঙ্গের মতো কিছু
এখন আমার নিচ্ছেনা কেউ পিছু
(৪)
তোমাকে সব দিয়ে সুখেই আছি বেশ!
আমাকে দিয়ে আর খোলিওনা কেশ
মুখে বলিনি বলে, ভেবোনা রয়েছিতো বেশ।