কুয়াশার ঘেরাটোপে জোছনার রঙে লিখে রাখি
নদী নারীর জীবন
জিউসের ডুবো ডুবো জুতো ভেসে উঠে
আধভাঙা আয়নার গভীরে,আর- -
রোমের গ্রীক দেয়ালে আঁকা হয় প্রমিথিউসের ছায়া।
পথের নিস্তব্ধতায় ভেঙে যায় পাতার ফিসফাস
এখানেও সেই বিহাগের রাগে হানা দেয় সান্ধ্য পোকারা
আলমিরায় থরে থরে সাজানো বই গিলে খায় পিথিয়া।
মফস্বল থেকে শহর এর অলিগলিতে নতুন নতুন পৃষ্ঠা
এখন আর সেখানেও পুরনো ধাঁচের এ কবিতার চল নেই।
সবখানে শুধু শংকর শব্দের আনাগোনা