(১)
আমি এখন খুব করে চাই জেগে থাকি
রাত বাড়লে হাতড়ে বেড়াই সংসারী হাত
বয়স আমার ঘুমের ঘোরে করছে বাজিমাত।
(২)
খুব যে বলো মায়াবী রাত
বড়ো বেশি দেখছি এখন
সন্ধ্যা হলেই দিব্যি কাত।
(৩)
চায়ের কাপে উড়ছে সকাল পাতা ঝরার দিন এলো বুঝি
কুয়াশার চাদরে ঢাকা রাত্রিতে - -
অযত্ম অবহেলায় ফেলে রাখা ছেঁড়া কাঁথা এখনও খুঁজি।
(৪)
রুম হিটারে খুব যে বড়ো ওম খুঁজ ওম
বাস স্টপেজ আর রেলস্টেশন জুড়ে দেখো
কত নিরন্ন মানুষের মাথা গুজার লেগেছে ধুম।