এখনও বেঁচে আছি, কিভাবে বেঁচে আছি?
সেটা বড় কথা নয়,শুধু এতোটুকু জানি
সাথে পড়ে আছে চিরচেনা বাল্যকাল
আর হারিয়ে গেছে সেই স্বপ্নের দিনগুলি।
ধেবে গেছে সব মায়া মমতা রসবোধ
আত্মিক মাটির বুক ছিঁড়ে গভীরে।
বলো কে আর কখন কান পেতে শুনে?
সবার লোভাতুর চোখ শুধু সবুজ পাতার বুকে,
আর রাশি রাশি ফুল আর ফলে।
অতচ মাটির বুকেই হারিয়েছে,স্বপ্নীল বাল্যকাল
আর কাঙ্খিত স্বর্গের সৌরভের মোহিত ঘ্রাণ।
যেখানে চপল কাকের ডানা থেকে ঝরে গেছে হাজার নিস্তব্ধতা
সেই নিস্তব্ধতাকে সঙ্গী করে কুঁড়িয়ে রাখি বাঁচার প্রাণান্ত চেষ্টা।
ইহকালকে সাথে করে পরকালের ঘ্রাণ নিতে নিতে কখন যে- -
নিদাঘের সূর্য কিরণ গাঢ় অন্ধকারে অজান্তে হারায় মহাকালের পরতে পরতে।