কোন এক সন্ধ্যা যদি ডুবিয়ে দিয়ে গণিতের পাঠ চুকিয়ে ফেলি
আয়তক্ষেত্র ত্রিভুজ আঁকতে গিয়ে যদি তোমাকেই আঁকি
অপরাহ্নের ভাঁজে লুকিয়ে থাকা ঘুটঘুটে আঁধার যদি ছড়িয়ে দেই সমস্ত রাত্রি জুড়ে।
তবে কি রাত্রির সমীকরণে নিকষ আঁধার শেষে
নিস্তব্দ আঁধার কেটে ফুটবে কি আলোর রেখা,
শুনতে পাব কি পাখিদের প্রাণবন্ত কোলাহল?
নাকি ঘাসফড়িং গাংচিলের এক্কা-দুক্কা খেলায় মাতাল সময়
হারিয়ে যাবে যোগ বিয়োগে হরতকি ইচ্ছে গুলো?
নাকি রাতের চোখে প্রবঞ্চনার প্রত্যাহিক অভ্যাসে
বড়বেশী নিবিড় বিশ্বাসে শুধু তোমাকেই এঁকে যাব
অজানা ইচ্ছেতে!