আজকাল কিছু কিছু রাত যেমন কাত হয়
সময়ের ফেরে কিছু কিছু রাত বিরাত ও হয়।
মাঝে মাঝেই কেন জানি ইচ্ছে করে - -
সেই রাতগুলো সাজিয়ে রাখি পৈথানে
কিছু রাত অন্ধ হলে দেখব আনমনে।
আমার খুব করে মনে আছে
যখন কবিতার অবলা শব্দের প্রেমে পড়েছিলাম
রাত যে কাত হয় তখন কি ভেবেছিলাম!
একবার শখের বাজারে ঘুম কিনতে গিয়েছিলাম
মাংসের দোকানে আধকাপড়ের জমিলাকে ফ্যাল ফ্যাল চোখে
টুকরো করা মাংসের দিকে তাকিয়ে তাকতে দেখেছিলাম
সেই থেকে ঘুম,কি রাত কি বিরাত
হররোজ আমার পৈথানে হয় কাত।