চুপ করে
খুব করে
আছিতো বেশ।

দেখে শুনে
কাঁটা বনে
পা পিঁছলেই শেষ।

চোখ ধাঁধাঁ
মুখ বাঁধা
বেশ আছি চুপ

রঙ ঢং
চঙ ভঙ
চলছিতো খুব।

সোজা পথ
বাঁকা পথ
মাঝামাঝি বেশ

টুংটাং শব্দ
চারদিক স্তব্ধ
বসে ছিঁড়ছি কেশ।

চলছে সংসার
লাগছে অসার
এর সাথেই বাস

কথা নেই
কাজ নেই
গিঁটে গুনো বাঁশ?

ছলে কথা
গলে মাথা
থাকে তার রেশ

হুশ নেই
খোশ নেই
এ'পথের নেই শেষ।