সবকিছু শেষ হয়ে এলে কিছু কথা রেখে যাবো
বর্ষার নিশিতে জেগে রবো সুতীব্র ঢেউ
জন্মের বোধে ভাসাবো নিজেকে অন্তহীন।
সৌষ্ঠব শরীরে বর্ষায় ধুয়ে নগ্নতায় খেলা করে যাবো
ফসলিম সংসারের একাকি অতি নির্জনে
এভাবে কী! সবকিছু শেষ হয়ে যায়?
যেমন শেষ হয়না কিছু কথা আর গহন রাত্রির শোক
তাইতো মাঝে মাঝে আমি প্রত্যাশার কাছে--
নতজানু হয়ে নিজেকে দেখি ভীষণ উৎসাহে।
যখনি সবকিছু শেষ হয়ে যাবে, চোখের কার্ণিশে রেখে যাবো বিনিদ্র রাত
জোছনার ললাটে রেখে যাবো শুধুই নিঃসঙ্গতা ।
যখন দেখা হবেনা কখনো তোমার সাথ, আমার শিঁথানের---
জানলা খুলে রেখে যাবো একটি দীর্ঘশ্বাস।
যে শ্বাস নিজেকে পোড়ায় এমনকি অন্যকেও।