১
এ তোমার কেমন চাওয়া
যদি মুছেই দাও অতীত অভিসার
এদুটি চোখ তবে নদীর কাছে কেন থামে
ব্যাথার মতো জলপ্রপাত তাই পাহাড় বেয়ে নামে!
৩
কিছুটা সময় তুমি হাতে রেখো
মন খারাপের দিনে ঘুম ভাঙলে
দু'চোখে শুধু আমায় চেয়ে দেখো।
৬
ডুবে মরব ভাবি
অনিমেষ চেয়ে দেখো কখনও যদি
এমনও কি হয়?
নিরুত্তাপ অভিমানে এ-চোখ কাঁদে নিরবধি
৮
যদি কেউ অহেতুক খেলা ছলে
ঘাস ফড়িংয়ের ডানা ছিঁড়ে দেয়
কতোটুকু ক্ষরণ বলে দিও তারে, বলে- -।