তোমায় চিনতে গিয়ে চিনেছি নিজেকে
তোমায় জানতে গিয়ে জেনেছি নিজেকে
সেই- তখন থেকেই
কি যেনো,কে-যেনো ভেতরে ভেতরে ডাকে।

আসলে চিনেছি কি আমি
জেনেছি কি নিজেকে অথবা তোমাকে
তোমার আকাশ, আমার চারিপাশ!

শেষমেশ নিজেকে চিনতে গিয়ে ভুলেছি তোমায়
সেই তখন থেকেই কেউ ডাকেনা আমায়।
জানিনা চিনিনা বুঝিনা কিছুই
কে- কখন ডাকে,কাকে- -
কে আমার, কে যে কার
বুঝিনা কিছুই তার।