ডাকবে যদি প্রাণে ডাকো
রেখোই যদি হৃদয়ে রেখো
রাখবে তুমি?

শুধু ডেকে গেলে কাঁদবো আমি
একলা মনে, শুধু দুঃখ চুমি
থাকবে তুমি?

আঁধার রাতে জ্বালবো আলো
যেথায় তুমি থাকবে ভালো
আমায় ছেড়ে?

যেখানটাতে লাগবে ভালো
প্রহরটা হোক যতই কালো।

এক'পা দু'পা তিন'পা করে
এগিয়ে যাব হাজার ভিড়ে।

যাবে তুমি আমায় ছেড়ে!
বিজন রাতে কেমন করে?