কিছু কয় কিছু রয়
শন্ শন্ বায়ু বয়
ছড়ায় গন্ধ
দেশটাতে দ্বন্ধ।

ঘটনায় রটনা
রটনায় ঘটনা
বুঝিনাতো কিছু
ছুটছিতো পিছু।

কার পিছে কে
শুধুই হাকে
মিথ্যার ছড়াছড়ি
অতিশয় বাড়াবাড়ি।

চারদিকে স্বার্থ
মানবতা ব্যার্থ
হই হই রই রই
দেশপ্রেম গেল কই।