উৎসবে পুড়ে যাচ্ছে চারদিক
সাজানো আরশিতে লুকিয়ে আছে অনুবাদ
জেগে থাকি রাত-বিরেত মৃত প্রশ্বাসে
যেখানে চন্দ্র রাত নেই
দীর্ঘ সময়ের মতো গোপন রাখি কিছু হাসি।
ঘরের নকশায় হাতড়িয়ে বেড়াই অস্থির ঘুম
অহর্নিশ দেখছি বেহায়া জোছনার কারুকাজ
এরপর অনটন, কি সন্ধ্যা,কি রাত,
চলছে হারজিতের পরিসংখ্যানের সুত্র খুঁজার ধূম।
চৌদ্দ কি আঠারো সুত্র মেনেই খেলোয়াড় বদল
খেলাদের পাঠশালায় আমিও খেলেছি বেশ
তোর খেলা খেলতে গিয়ে মাতাল হয়েছি রোজ
তাইতো এবার ঘটা করে বাদ দিয়েছি চব্বিশ।