খুব একটা সময় নেই কারো,অশান্ত সময়
যন্ত্রণাগুলো বেশ উঠানামা করে গিঁড়ায় গিঁড়ায়
হলফ্ করে বলতে পারি
ব্যাথাবিহীন মাথা নিয়ে বেশ আছি,যেমন থাকে
সঙ্গিহীন কামুক শরীর আর ফারাক্কায় বন্দি তিস্তার চর
দুটোর কাছেই আজ স্বাধীনতার মানে- - বলো হরি হরি বল।
আমার মনে দ্বিধাহীন প্রশ্ন আজ- -
স্বাধীনতা মানে কি অন্ধকারে আলোর খোঁজ?
নাকি আলো থেকে অন্ধকারে ধাবিত রোজ?