আমার বিষন্ন করিডোর বেয়ে নামছে
বর্ষাস্নাত পূর্ণিমার ম্রিয়মাণ জোছনা
পাঁজরের সরু গলিপথে অপ্রাপ্তির বসবাস।

এতদিন শুধু আকাশ সমান স্বপ্নকে ফেরি করে
ঝুল বারান্দার কার্ণিশে এঁকেছি  উড়ন্ত প্রজাপতি
অথচ পুড়ছে দেশ উড়ছে নৃশংস কতো অভিলাষ।

সময়ের ফেরে হারিয়েছে উঞ্চতা পালকের ঘ্রাণ
অজান্তে থেমে গেছে কত-শত জীবনের গান
তবুও প্রজাপতির উড়াল ডানায় ছড়ায় সৌন্দর্যের নির্যাস।

যদিও আমার চোখ থেকে শুষে গেছে মুগ্ধতার সব ঘ্রাণ
বৃষ্টি সন্ধ্যায় অসমাপ্ত বিকাল ধুয়ে রেখেছে অনুশোচনার রঙ
ভাবছি এখন সান্ধ্য আঁধার তাড়াতে ডাকব  জোনাকির মিছিল।