রাতের শেষ প্রহর ক্রমশ
ধিরে ধিরে ফর্সা উঠেছে তখন - -
ভোরের আকাশ।
গ্রীষ্মকাল
ঢেয়ার অনবরত ডাক
এরও অনেক পর
পাখির কিচিরমিচির শব্দে ছোটাছুটি
তখনও সকাল।
ভবিষ্যৎ প্রজন্ম ঘুমিয়ে আছে
একটি রৌদ্রকরোজ্জ্বল পৃথিবী
তাদের ডেকে যাচ্ছে বিরামহীন।
(ঢেয়ার ডাক,আঞ্চলিক ভাষা)= মেঘেরডাক