মোজাহারুল ইসলাম চপল
১
ভুল সময়
--------------
আমরা কখনও কখনও ভুল সময়ে বৃষ্টি চাই
কেউ কেউ ভুল বাঁশির সুরে বিপথে পা বাড়ায়
এই ভুল পথই কি এক পাঠশালা
নাকি অপ্রাপ্তির অবজ্ঞা অবহেলা?
উড়ো মন যেথায় ইচ্ছা পা বাড়াই পথের ধুলায়।
২
নিঃসঙ্গ
-------
বেশ আছি একলা বাঁচি ঘোরের মাঝে
স্বপ্ন যত জড়িয়ে ছিল পুড়ছে সবগুলো
শ্রান্ত জীবন কাটছে বেশ বর্ণহীন
এই জীবনে রয়েছে অনেক ঋণ
সব হিসেব চুকিয়ে ঘরময় ফিরে আসুক আলো।
৩
বিমোহিত আরাধনা
------------------
পশ্চিমা রোদ মাড়িয়ে বয়সী সকাল নির্বিগ্নে হেটে যায় ভেবেছি কি কভু!
বয়সের শেষ পাতাটায় বিদেহী আত্মার প্রস্থান যাত্রা?
নিমগ্ন রাত বিমোহিত আরাধনায়,নেমে আসে রাতের পর্দা
নাজাত চেয়ে বেহেশতি আহ্লাদে চোখের জলে বলি আরও আরও শান্তি দাও প্রভু।