১
এভাবে আর কতকাল!
বড় আচানক ভাব কর তুমি
বুঝেছি তখন পেরিয়েছে - -
যখন বহুকাল বহুসাল।
বড় মায়া করে ধূপে ছন্দনে
আরতি দিতে চারিদার ঘিরে
ন্যাকা কথায় ভুলেছে মন - -
কলার ক্রীড়ার কামুক বন্ধনে।
চামড়ায় আজ মিহি ভাঁজ
শুনি আচানক কথার ধাঁচ
মুখ ঝামটির শত কলায়- -
রঙে ঢঙে তুমি বড়ই বেলাজ।