শ্রাবণে জল ঝরে পাতা নড়ে
সারাদিন সারারাত
মেঘ থেকে বৃষ্টি অবিরাম ঝরছে
খাল বিল চারিধার থৈ থৈ ভাসছে।
রাজহাঁস পাতিহাঁস ডুব ডুব খেলছে
ছোট ছোট ঢেউমালা
পথ ঘাট বসতিতে বারবার আসছে
মলা মাছ পুঁটি মাছ খুশিতে নাচছে।
সূর্যের মুখ ঢাকা ঘিরে আছে চারিধার
মেঘগুলো ঝুলে আছে
ধূয়ে যাক মুছে যাক যতো সব পাপাচার
বর্ষায় দুর হোক যতো আছে অনাচার।