(বন্ধু কবি শ্রদ্ধেয় সুমিত্র দত্ত রায় আমাকে একটি ভিডিও পাটিয়েছিলেন সেই ভাবনা থেকে লেখা বন্ধুত্বের মতো সহজ সরল করে লেখাটি কবিবন্ধু সুমিত্র দত্ত রায়কে উৎসর্গ।)
এসো বন্ধু হয়ে হাতটি ধরি
নীল আকাশের তলে
মনের যতো কথা আছে
বলি সবে মিলে।
দুরে ঠেলে দেই মোরা
আছে যতো বিভেদ
বন্ধু হয়ে হাতটি বাড়াই
রাখবনা কোন ক্লেদ।
আসুক যতো ঝড় ঝঞ্ঝা
ছাড়বনা কখনো হাত
সুখে দুখে থাকব কাছে
এই হোক আগামীর শপথ।