বৈশাখ মাসে নৃত্য করে
কাল বৈশাখী হাওয়া ,
অভাবেতে লুকিয়ে আছে
আমার যতো চাওয়া।
নিত্য ভয়ে চিত্ত কাঁদে
বুকের গহীন কোণে
এবার বুঝি সবই গেল
ভেসে হাওয়ার সনে।
ভাতের সাথে ইলিশ ভাজা
খেতে নাহি পায়
পিয়াজ মরিচে কামড় দিতেই
ঝালে পরাণ যায়।
ভাত এখন স্বপ্ন দানা
বানে গেল ভেসে
জমি বেচে মহাজনের ঋণ
শোধিত হবে অবশেষে।
ভাবছি বসে অভাবের দিন
কেমনে হবে পার
পান্তা মরিচ জুটবে কি
এই কপালে আর?