এমন কিছু রাত আছে যার পরতে পরতে স্বপ্ন বিলীন হয়
যেখানে সময়ের ব্যবধানে অন্ধকারের দূরত্ব ঘুচে অন্ধকারই রয়
কিঞ্চিৎ পা বাড়ালে- -
রোদ্দুরের বুক থেকে উত্তাপ আর হিমশীতল থেকে উঞ্চ
হওয়ার কথা
অথচ এখানে এখন কোনটাই নেই। না শীতল না উঞ্চতা
শুধুই আছে অন্ধকারে মৃত শব্দের কিছু আক্ষরিক অনুবাদ।
যে পথে কোন দিন কেউ ফিরেনা শুধু ইতিহাস হয়
আজ সে পথে আমাদের বড্ড বেশি আনাগোনা ইদানীং - -
আশপাশে নাকি ক্ষীণ কণ্ঠে আযানের ধ্বনি প্রতিধ্বনিত হয়!
আবার আয়না ঘরে নিজেকে বড্ড অচেনা লাগে
শুনেছি সেখানে রাত-বিরাত বলতে কিছু নেই
সব সময় প্রেতাত্মাদের ভয়ংকর দাপাদাপি
আমার অবশ্য এতে কিছু যায় আসেনা,
আমি দুইয়ে দুইয়ে চার মেলানোর ব্যার্থ চেষ্টাও করিনা
শুধু ভেতরে ভেতরে সূণিপণ দুঃখ ভাঁজ করে
আয়না ঘরে বন্দি স্বাধীনচেতা পাখিটির কথা ভাবি আপন মনে।