" ভালোবাসা "
-------এম জসিম গাজী
শুধু ভালোবাসতেই শিখেছি,
তাই ভালোবেসেই যেতে চাই,
ঘৃণা মানুষের নামের পাশে খুবই বে মানান,
ভালো কথাই ভালো কিছুর নিদর্শন হতে পারে,
আজ তুমি হয়ত দুর্বল,
কাল তো আমার অস্তিত্ব বিলুপ্ত বিলীন হয়ে যেতে পারে
তাহলে যে? এত সব?
উপলব্ধি করো,নিজের সত্তা আবিষ্কার করো,
ভালোবাসাই যদি মানুষের দুর্বলতা হয়,
তবে আমি দুর্বল হয়েই বেঁচে থাকতে চাই,
ভালোবাসা যে মানুষকে কি বলিয়ান করে,
সাহসী করে,আর আত্মা বিশ্বাসী করে
এর বেতর প্রাণের সঞ্চার খুঁজে পাওয়া যায়,
অদ্ভুত এক মহা অনুভূতি - যা প্রানকে সতেজ প্রাণবন্ত রাখে,
শত শত শক্ত ও কঠিন ব্যাপার গুলো ও ভালোবাসা দিয়ে নিমেষেই সরল - সহজ করা যায়,
আমি অনেক শক্ত দেয়াল গলিয়ে দিয়েছি এই অণু থেকে অণু মন্ত্র দিয়ে,"ভালোবাসা"
আমি ভালোবাসা দিয়ে অবুঝ শিশুর মুখে খিল খিল হাসি দেখেছি,
দেখেছি অনেক কঠিন পাষন্ডের নয়ন অশ্রুজল
এটা না, আমার জীবনে একমাত্র পথের দিশা,
এর অসংখ্য আলোর জ্যোতি আছে-,
কঠিন ঘন অন্ধকার কে ভেদ করে কাংখিত পথের কিনারায় পৌঁছে দেয়,
আমরা হয়ত ভুলতেই বসেছি - আমাদের জন্মাই হয়েছে
শুধু কেবল ভালোবাসা জন্য -,
তাই আমার ভালোবাসা টুকুই আছে,
এর ছে আর কোন বড় সম্পদ নেই,