"স্মৃতি কথা"
_এম জসিম গাজী
কাঁদছিলাম খুব......,
বার বার কাঁদছিলাম,
দুচোখ বেয়ে অনাবরতো জল ঝরছিল,
ঝরছিল অনাবরতো অশ্রু জল,
পাশে কেউ ছিল না!
বুক ফুঁলে ফুঁলে কান্নায় কাতর হয়ে ,নিজের ভাড়সম্ম হারিয়ে ফেলছিলাম,
কষ্ট কতটা যন্ত্রণাময় তা ভাষায় প্রকাশ না করতে পারলেও উপলব্ধি করতে পারছিলাম,!
চার পাশে শুধু অন্ধকার কুয়াশা ছিল ,ছিল হতাশার হাতছানি লাগাম হিন,
ঘুম ছিলো না কত রাত ঠিক মত কে যানে,
ক্ষুধার যন্ত্রণা ও ভুলে যেতাম বেওয়ারিশ সব স্বপ্ন আশার তারোনায়,,
কাউকে কিছুই বলতে পারিনি মুখ খুলে,
শুধু কান্না,কান্না আর কান্না-
আমার কান্নার কোন সাক্ষী ছিলো না বিধাতা ছাড়া,
সমস্ত সরিল অবশ হয়ে হয়ে স্পন্দন গুলো মরে আসতো,
কি হবে আমার? কি করবো? কার কাছে বলবো কি হয়েছে আমার!?
মাঝে মাঝে তিন নদীর মোহনায় অবাক বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতাম ,
অনুভূতি হিন মূর্তির মত,রাশি রাশি জলতরঙ্গ আছড়ে পড়া বেসামাল ঢেউ,
ছোট বড় নৌকা, জাহাজ- স্টিমার,
নদীর অপরূপ সুন্দর অবলোকন সবই ছিল কান্নার বাক হিন সাক্ষী,
কত পথে পথে, পথের ধারে ধারে খুঁজেছি নিজের সত্তাকে,
জানান দিতে চেয়েছি আমাকে- আমি তো মানুষ!?
নিজের ছায়া ছাড়া ভালো কোন পথিক ছিলনা আমার,
নিজেকে বোঝাতে ছেয়েছি...,
এত বেশি বেশি কেঁদেছি,
যতটা কাঁদলে দুচোখের জলে সাগর রচিত হয়,
তার থেকে অধিক বেশি কেঁদেছি আমি,
তার সাক্ষী অশান্ত উত্তাল স্ব রচিত অর্ণব,
আজ এ সকল স্মৃতি আমার কতনা আপন তা কেবল উপলব্ধির ব্যাপার,
আজো চোখের কোঠা তার প্রমাণ মেলে আমি কত অতন্দ্রয়া কাটিয়েছি কেঁদে কেঁদে,
কত আকাশ ঝলমল করছিল তখন-কেবল আমার আকাশ অন্ধকার,
কান্নার শব্দে স্তব্ধ নগরী, আঁৎকে জেগে উঠতো,
শুধু কেঁদেছি,,আর কেঁদেছি,জানি না কেন কেঁদেছি,
কেউ চলে গেলে এত বেশী কাঁদতে হয় তা জানিনা!,
না কি মানুষই ছিলাম না আমি!? অনেক প্রশ্ন! বাহারি সব কৌতূহল!
আমি কি প্রাণী? প্রাণ আছে আমার?
কি বৈশ্বিক ব্যাপার, গঠে গঠে হরালো অতিথ,
কেঁদে কেঁদে অস্তিত্বের সবটুকু প্রাণোবন্ত হারালো,
হারালো উচ্ছ্বাস-উচ্ছলতা, হারলো সুরের সকল ঝংকার,
হারালো হাসি,হারলো আরো কত কি!,
শুধু কান্না,কেবল কান্নার মিছিলে মিছিলে আমাকে হারালেম গহীন আঁধারে!
কি হয়েছিল? কখনো একবারও প্রশ্ন করেনি কেউই, আদোও!
অথচ কত কিছুই না গঠে গেলো,কত কিছুর আবিষ্কার হয়ে গেলো,
আমার একটি কান্নার রজনী দীর্ঘ ছিল কোটি রাতের চেয়েও বেশি দীর্ঘ,
অনেক পথে দিশা হাড়িয়ে অরণ্য পথে নিজেকে হারিয়েছি,
সে কথা মনে হলে - মনে হয় অনন্ত কাল কেঁদেছি- কাঁদছি,
এ যেন সে জনম পার করে নতুন জন্মেছি
হায় কান্না আমার! কখনো কোন দিন দেখেনি তা!
স্মৃতি, সেও একরকম বিস্ময়কর, অসাড়, ধূমড়ে মুচড়ে আছে!,
আমি তো জানি তা কখনোই তা,ভুলবার নয়,কৎসিনকালে নয়.....