"অসুস্থ মানবতা"

_এম জসিম গাজী

কবে কখন উদিততো হবে ঐ তারা!,
তবে যদি বিবেকের কপাট খুলে সাড়া।

ঘুমিয়ে গেছে জ্ঞানের সব পৃথিবীরা,
মানবতা অগ্নি শিখলে বাধার পাচিড়ে ঘেরা।

পথে পথে হ্মমতার দেয়ালে -
নিরীহ প্রানেরা থেথলে মরে কত,

বিচার বিহীন জননীরা কত কোল
সূন‍্য - অশ্রু - হৃদয় -ভেঙ্গে হ্মত,,

মানবতা তোমার কচি কাচা সভাব
কবে অতিথ গত হবে?
কত আকাশ বেদনার নীলে....
তোমার বিবেক আলো জ্বালিয়ে আধার তাড়াবে?।