''অনাথ - মানবতা,,
আমি ক্ষুব্ধ -, দগ্ধ হৃদয় নিশান তিক্ন,,
দড়ি ছেড়া বেসামাল দৌড়াই ষাঁর (বেড়স) আমি হাম্বা।
আমি বিত্তি বাড়ির" বিল্লাল পাগলা" পড়নের কাপড় মাথায় উঠিয়ে দেখাই পেনিস টা।
আমি দাঁত খিলখিলিয়ে ভয়ে পালাই করতে চাই।
তোদের - মানবতা, অনাথের মিছে ধরেছ গাছটা,,
মানবতা যেখানে আজ এত উচ্চ মানের, সমাজের।
চার পাশে দুঃখ দুঃখী কেন এত নিম্ন মানের?
আমি কসাই উগ্র প্রতিবাদী এক আনার মায়া নেই,
আমি হিংস্র থাবায় রক্তের নলে চুমুক দেই,
যেন আমি এক দমে অমন হাজার প্রাণ নেই।।
নুনের ছিটায় টক বকে রক্তাক্ত শরীর-,
ভাজা মাছের মত লাফিয়ে উঠাই।।
প্রগতিশীল, এরা,-
অনেক মায়া কান্না, অধৈর্য প্রবল আবেগ।
আসলে তা সবই ছলনা,,
পৃথিবীতে ভালোবাসা কি মূল্য তা এক অনাথ ছাড়া কে বলো জানে।।?
এখানে লড়াই করে বেঁচে থাকা-,
কত কঠিন অনাথ মৃত প্রাণ আকুতি।
হৃদয়ের গৌরব তোমরা যারা করো আধিপত্যের,,
আসলেই কি তোমাদের হৃদয় বলে কিছু আছে!?
কই,অনাথ রা তো তার কোন ছিটেফোঁটা উপলব্ধি করতে পারছে না,?
এতো যে তেলে ফলে খাও,
গরিব কে একটু খানি দাও,,
তুমি এত নামাজ, এত পূজা, মক্কা,- মন্দির,,
কত না প্রাণ, পশু দিচ্ছ বলি-
প্রেম পেতে জগত পিতার।।
তুমি দেখোনি পথে পথে তোমার চার পাশে,
কত প্রেম, ঘুমিয়ে গেছে অনাহারে?
বিবশ্র শিশু- অবানচিত দেহ,
সমাজের প্রভূরা তোমারা এত বিবেক হীনা?
ঘৃণা হয়-,লজ্জা হয় -,হাসি হয়,,
তোমরা এত বেকুব, এত বোকা,এত নাদান?।।
তুমি পথের ধূলায় পায়ে পিস্ঠে প্রেমকে ধূলিসাৎ করে
উপসানালয় ধ্যায়ানে মগ্ন?
তোমার মত মূর্খ আর আমি দেখিনা!
পশু বলি- বিসর্জন না করে,
নিজের আত্মার পশুত্ব বলি করো,
আজ অনাথ রা কত অবহেলিত,,
ভদ্র সমাজের লোক তোমরা,
এর কি জবাব দেবে দেখি!?
সমাজে শান্তি প্রতিষ্ঠায় এতই ব্যস্ত তোমরা?
অথচ অনাথের চাপা কান্না, তোমাকে,তোমার স্পন্দন কে, একটুও নাড়ায় না?
তুমি যা পেট পুরে খাচ্ছ,তার প্রতিটি খাদ্য কনার হিসেব তোমার দিতে হবে-,
তুমি অনাথের বিষ্ঠা খাচ্ছ
তুমি নরকের কয়লা খাচ্ছ
তুমি এত বেশী ব্যস্ত
কিসের এত ব্যস্ততা তোমার?
কি জয় করতে চাও তুমি?
আকাশ জয় করবে নাকি পাতাল পুরি
ক্ষমতা - দালান অট্টালিকা, হিরে জহরত
তোমার কোনো কিছুই জয় হবেনা
যদি না এক পথশিশুর হাসি জয় করতে না পারো,,,,
অনাথের বেদনা বড়ই অসীম ডান-বাম,উপর -নিচ,সম্মুখ -পেছন-,শুধুই নিরব কান্না রোল,
দেখনা একটু কান লাগাও ওর বুকে
কি ঘোর অন্ধকার বাসা বেঁধেছে এই স্বপ্নিল ধরায়।।
তুমি তো মানবতাবাদী -দরদী, তুমি তো.....?
আমার মন চায় তোমার কানমলা দেই
তোমার ঘুমন্ত হৃদয় বোমা ব্রাস্ট করে দেই!
ভালোবাসার ফুল গুলো কোথায় সাজিয়ে রাখো?
এক ফোঁটা প্রেমের কাঙাল কত শত দেখো?
পথে পথে রাজ পথে,শহরের নামি -দামী অলি-গলি
অনাথ শিশুর কান্নার রোল বেদম আকুতি, ভাত খাবো ভাত খাবো -খাবো দেয় বলি, আমার সারা গতরে মাখি তোমার পায়ের পবিত্র ধূলী।।
লজ্জাস্থান লজ্জা নেই,এক চিলতে কাপড় নেই
এ লজ্জা তো নয় অনাথের
,যেন জাতি বিবেকের
আমি আজ চরমে উন্মাদ, আমি আজ নিঠুর দয়া হীন
আমি আজ কঠোর জল্লাদ, নীরব নির্বাক
আমি তুফান কাল বৈশাখী-বুলবুল -ফনী-সিডর....,
মানবাধিকার মুক্তির জন্য অমন লড়াই কথা তোমরা বলো
আমি লাথি মারি অমন বিবেক কে,,
কত মানবতা কত অনাথ ঘুমিয়ে যায় পথের বাঁকে।।