অদৃশ্য এক শক্তি

_ এম জসিম গাজী _

আজ কাল আকাশে মেঘ জমেই থাকে
তাঁরা গুলো যেন, তাদের আলো হারিয়েছে,
আর চাঁদ?  

সে-ও, বে পাত্তা,
গা ঢাকা দিয়েছে,
বাতাসের কোন দিক নাই,
নাই ঠিক তার গতি,

চার পাশে বাতাসের শব্দে বেদনার সুর,
গলিতে গলি,পাড়া মহল্লায়, দূর অদূর,

শুধুই কান্নার রোল,
কত প্রেমের হয়েছে অকাল সমাধি
কত সোনা লৌহ দেহে নীরব ব্যাধি

সেদিন ছিল  ‌‌, রাজীব -নাসিম কতনা বড় বড় জন,
হায়,আজ অতিতপ্ত
প্রতি মুহূর্তে মুহূর্তে কতনা হারাবো মহা গুনীজন

সকলে - সকালে ভর দুপুর রাতে
নিজেদের খেয়ালে সবাই এক সাথে

তবুও না থামছে মৃত্যুর মিছিল
আকাশ বিষন্নতার চাদরে মোড়ানো
এক চিলতে নির্ভরতার রেশ নেই
কি এক বিবর্তন বিবিশিকাময় কাল এসেছে -,
তা পার করছি, আদোও কি করছি? না,
ক্রমশ তা গ্রাস করছে

এ মানব সব্যতার কি সাধ্য আছে এ থেকে মুক্তি পায়?
জনে জনে ঘড়ে ঘড়,দেশে দেশে মহা দেশ,
আর এ মানব জগৎ
কোথাও ঠিকানা নেই, নেই আশ্রয়, নেই বাতাস
শুধু একটি কল্পনা, একটি দুর্ভাবনা,আমিও কি.......,,?

সব শেষে, সব চলছে ঠিক, চায়ের দোকানে দোকানে কাপের চুমুয়ে বড্ড করে আড্ডা,
বাজার ঘাটে উপচে পড়া জনতার বিঁড়ের হিড়িক
এ যেন ব্যস্ত তড়িৎ মৃত্যু লাইনে,
আমি, তুমিও, সবাই, একই যাত্রী,

আগে- পরে আজ কাল, আমার কলিজার টুকরো সন্তান,
প্রেয়সী স্ত্রী,
দূরে বসা প্রাণের বাবা মা,প্রতিবেশী,প্রিয় টিচার
কত না ভালোবাসার,ভালো লাগার মানুষ,
শুধু অন্ধকার, ঘোড় কালো মেঘ,কানায় কানায় কান্নার ঝড়না,পলাশে পলাশে মেঘ,একটুও আলোর কনা নেই.......