".......নূর"
- এম জসিম গাজী
এটি একটি পাথর-,কালো রঙের প্রলেফ চার পাশ
বেতরে অদ্ভুত আলো- জ্যােতি,-
খালি চোখে অন্ধকার অনুভূত এই পাথর দেশে,
উন্নত হৃদয় বিনা আলো অনুভব করা অসম্ভব
যে পথ ধরে বয়ে গেছে, সবুজে চিরকাল সমৃদ্ধ
আলোতে - পূর্ণিমায় অনেক আঁধারে সমাধি হয়েছে
এক হাসিতে বহু হতাশা - নির্বোধ!,
সমস্ত জগতে আত্মতুষ্টির পবিত্রতা ছড়ায়
এক বিন্দু কষ্টের ছিটে পোটা নেই
খোশবু আতরে ফুলেল স্নিগ্ধতায় অফুরন্ত শোভায় ভরপুর
এটি একটা হীরে,
জীবন অমর হয় এমন সব ইতিহাস রচয়িতা
মরা- কঠিন পাথরে রক্তিম গোলাপের আবাদ তার সামান্য যত্নে....,
....নূর!,